পরান ভরে গেছে আহা এ-কী সুখ!
হৃদয় ক্যানভাসে ছবি এঁকে দিল
নিভৃত অন্তরে তারই হাসি মুখ
পূর্ণঘোর মায়ায় মন কেড়ে নিল ।
জলের স্রোতধারা নদে নিরবধি
উঁচু-নিচু পাড় তরঙ্গে ভিজে যায়
আর্দ্র আবেশ উত্থলিত চেতাবধি
দেয়ালে ক্লান্তিহরা রঙ লেগে যায়
অনুভবে উচ্ছাসে কূল ভেসে যায় ।
ব্যস্ত চরণদুটি হৃদে সুখ-নীড়
গৃহতলে বাসনা করে নিত্য ভিড়
সাতরঙা মেঘেরা নেমে আসে ভূমে
জগত বিনিময় যেন এক চুমে ।
ফিরোজ, মগবাজার, ০১/১২/২০১৮