দেয়া ডাকে ঐ যে
কাঁদো কাঁদো গগনে
ফোঁটা ফোঁটা জল
পড়ে আজি লগনে ।
ঝর ঝর বৃষ্টি
শির শির হাওয়া
মাঝ গাঙে মাঝি
ভাটিয়ালি গাওয়া ।
অনাহুত বর্ষা
ভিজে জবু-থবু
নিরুপায় পায়ে
হেঁটে যায় বধূ ।
পানি-জলে ভরা
খাল বিল নালা
দুরন্ত বালক
বিলে চলে ভেলা ।
ভরো-ভরো ডোবা
টইটম্বুর মাঠ
কাদা-মাটি পথ
নীলগঞ্জের হাট ।
শেফালী তলের
ঝরা শিউলি ফুল
পাশে বহে নদী
হারায়ে দু-কূল ।
বরষার সুর
রিনি ঝিনি রিম
অলস বেলায়
চোখে আসে ঝিম ।
নিশীথে বাদল
মেঘ গুরু গুরু
ছিন্ন এ চালায়
বুক দুরু দুরু ।
ভেক ডেকে যায়
ওঠে ঐক্যতান
হরষে আকুল
গেয়ে যায় গান ।
এমোন এ ক্ষণে
বিরহীর মন
নিকট জনায়
উতলা অ-কারণ।
ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৩/০৩/২০১৬