যদিও -
চক্রজালের শৃঙ্খলে কারা-প্রকোষ্ঠে পেরিয়ে গেল যুগ
নিষ্ঠুরতার কদর্য অবিচারে মজলুম, রক্তস্নাত মুসাফির
বেদনার্ত বুকে একাল ছেড়ে পরপারের যাত্রী
তবুও -
এ মাটির প্রতি প্রান্তরে দৃঢ় পদচিহ্ন ছিল তাঁর
সুরে সুরে কোকিল কণ্ঠে পবিত্র কিতাবের বাণী
অকপট সত্যের আহ্বানে প্রদৃপ্ত-নির্ভীক
শত বৈরিতায়ও অসত্যের রক্তচক্ষুর প্রতি
আপোষহীন অবিচল পর্বত
একটি ফুটন্ত গোলাপের মনোহর রূপমাধুরী
হাসানাহেনার সুমিষ্ট সুঘ্রাণ
এক প্রশান্ত আত্মা
একটি মহীরুহের ছায়া যদিও হারিয়ে গেল
গনগনে আগুনের উত্তাপে-
তাঁর কণ্ঠের অমিয় কথামালা সুশীতল নীর
তবুও পিপাসা ফুরাবে না
রয়ে যাবে দিন, রয়ে যাবে রাত, বৃক্ষ, লতা-পাতা, ঘাস
রয়ে যাবে মাটি, পানি, বাতাস
মহা জনসমুদ্রের ঢেউয়ে ফেনায়িত ভাষা তাঁর
রয়ে যাবে এ মাটির মানুষের ভিড়ে …!!
ফিরোজ, মগবাজার, ১৫/০৮/২০২৩