টুপ টুপা টুপ বৃষ্টি পড়ে
যেনো ফুটছে খই,
পুকুর পাড়ে কান খুঁচিয়ে
উঠে আসছে কই।
তাই না দেখে বৃষ্টি মাঝেই
খোকা দিলো দৌড়,
মায়ের বারণ মনে পড়তেই
এক দৌড়তে ফের।
মার খাবে না ধরবে মাছ
এই ভেবে তে খোকা,
মাছ ধরতে খাবো নাকি মার
নইকো আমি বোকা।
মায়ের মারে ভীষণ ব্যথা
একবার ধরলে ভাই,
দাদা দাদু না ধরলে বাপু
আমার নিস্তার নাই।
বৃষ্টিতে ভিজে একবার খোকার
জ্বর উঠেছিলো খুব,
মায়ের বকায় দিবানিশি
কেঁপে উঠতো তার বুক।
সে থেকে আর বৃষ্টে ভিজা
হয় না কভু খোকার,
খুব মনে চায় ভিজতে যে তার
ভয় শুধু মা’র বকার।