আমি যেদিন হঠাৎ করে ছাড়বো ধরার মায়া,
আসবি কি তোরা ছুটে আর দিবি কি আমায় ছায়া?
খাটিয়া পাশে গুনগুনিয়ে একটু দোয়া করিস,
সূরা ফাতেহা আর তিনবার সূরা ইখলাস পড়িস।
আমার নামে বাড়তি কিছু বলিস নে তোরা ভাই,
কি লাভ হবে বাড়তি বলে, ঝুলিতে যে কিছু নাই।
দয়া করে মাফ করি দিস,
যা করেছি দুর্ব্যবহার আর দিয়েছি যতো কষ্ট,
যা করেছি আমলনামা, যেনো না হয় তা নষ্ট।
যদি পারস লাশ বরাবর করিস আঘাত ভাই
ধরলে পরে পরপারে দেওয়ার কিছু নাই।
লাশে জুতা পেটার পরেও যদি যায় আমার মান
মনে কিছুই নিবো নাকো, সেদিন যদি বাঁচে আমার জান।
কি হবে ভাই এ দুনিয়ার শান সৌকত আর জমিদারি
আটকে গিয়ে পরপারে দোযগে যদি হয় বাড়ি।
এই অধমকে মনে থাকে যা ই কয়টা দিন
হাত তুলিলেই দোয়া মাঝে করিস একটু স্মরণ।
কভু যদি মনে পরে খুব, ছিলাম তোদের সাথে,
জায়নামাজে দুফোটা জল ফেলিস গভীর রাতে।
রোজ হাশরের কঠিন দিনে আটকে যদি যাই আমি
বন্ধু বলে টেনে নিস ভাই, বলিস তাকে চিনি।
এইখানি আবদার রেখে গেলাম, ফেলে দিস না ভাই
আমলনামার যে অবস্থা, না হয় উপায় নাই।