সর্ব শান্ত করছে মোদের
বাংলার ডাকাত দল।
রূপ ধরে তারা পিয়াজ, মরিচ
ডাব, টমেটো আরও নানান ফল।
দিনদুপুরে করে ডাকাতি,
থামাবার কেউ নাই।
শর্ষের ভিতর ভুত ঢুকেছে
কে থামাবে ভাই!
একেক সময় একেক নামে
দিচ্ছে তারা হানা।
আমরা সবাই সাধারণ, তাই
কথা বলাই মানা।
চোরে চোরে মাসতুত ভাই
আমরা ছন্ন ছাড়া।
লুটেপুটে খাচ্ছে এ দেশ
যেনো দিয়েছি ইজারা।
রাজার দিকে চেয়ে চেয়ে
কাটিয়ো না আর বেলা,
সবাই মিলাও কাঁধে কাঁধ
আর দেখাও প্রজার খেলা।
যে রাজা মোর দুখ বুঝে না,
দূরে ঠেলো তাকে।
নতুন দিগন্ত উঠাবে যে
কাছে ডাকো তাকে।