বাবা তুমি চক্ষু মেলো,
বন্ধ রেখো না আর।
তোমার চোখে বিশ্ব দেখে
বলেছি চমৎকার।
তোমার চোখেই আলো দেখি
না হয় অন্ধকার।

আমার চোখের নাই যে আলো
তোমার চক্ষু ছাড়া,
এত্তো সকাল ঘুটিয়ে নিলে
কিসের এতো তাড়া।
দেখার আমার বহু বাকি
দেখবো না কি আর?
তাকিয়ে দেখি চারিদিকে
শুধুই অন্ধকার।

তোমার বাহু বলে আমি
চলেছি এদ্দিন
সামনে চলার পাই নাকো জোড়
তোমার বাহুহীন।
আমার মাথার ছায়া ছিলে
ছিলে যতোকাল।
এমন খুঁজে পাবো নাকো
গোটা ইহকাল।
স্বার্থ বিহীন দিয়েই গেলে
নাও নি কভু কিছু।
এতো বোকা কোথায় পাবো,
ধরবো কার পিছু?