লালমাই পাহাড়ের কোল ঘেষে দাড়িয়ে
লালমাটির বুক ছিড়ে সবুজ পাখা ছড়িয়ে
মায়ের মতো মমতায় মোদের জড়িয়ে
আগলে রেখেছে মোদের,
আমার গাঁও— লালমতি।

যার লালমাটির লাল রক্তের টানে
যখনই যেথায় যাই বা ছুটি ধরার যেই পাণে
বারবার ফিরে আসি তার মমতার টানে
সে আমার মমতাময়ী,
আমার গাঁও— লালমতি।

কতখানে গিয়েছি আর যতখানেই যাই
তাহার মতো মায়াবীলতা কোথাও নাহি পাই
তাহার মতো সুশ্রীসুন্দর কোথাও দেখি নাই
আমার দেখা রূপবতী শুধু,
আমার গাঁও— লালমতি।

তাহার শিমুল তুলার কোমল বালিশে শুয়ে
যেই তৃপ্ত আরাম আমি পাই, সে আরাম থুয়ে
শান্তি পাই না অন্য কোথাও গিয়ে
সে শান্তি শুধু পাই খুঁজে,
আমার গাঁও— লালমতি।

কোনোদিন যদি যাই গো চলে তোমার কোল থেকে
দমবন্ধ হয়ে আসলে আবার ডেকে নিও বুকে
তোমার কোলেই মরতে চাই, যদিও ধুঁকে ধুঁকে
তোমায় আমি বড্ড ভালোবাসি, হে
আমার গাঁও— লালমতি।

তোমায় নিয়ে অনেক কথা বুকে আমার জমা
লিখতে গেলে রাত হবে পার, লেখা হবে না খেমা
লিখতে গিয়ে কম হয় যদি, করে দিও ক্ষমা
তুমি যে আমার বড্ড আপন, হে
আমার গাঁও— লালমতি।
.
ছাব্বিশ ছয় চব্বিশ
রাত— দশটা ত্রিশ