কি এক আজব চেয়ার
বাংলাদেশে ভাই,
একবার কেউ বসলে পরে
উঠতে চায় না কেউ।
যে-ই বসে সে-ই নাচে
এই চেয়ারে বসে।
নাচছে তারা নাচতে দাও,
না হয় মারবে কষে।
তোমরা প্রজা, প্রজার মতো
থাকো সদা চুপ,
কিছুই বলতে পারবে না তুমি
মুখে এঁটো কুলুপ।
চেয়ারে উঠার সিঁড়ি তুমি
বসে তাতেই থাকো,
তোমায় বেয়ে উঠবে তারা
তুমি কিছুই পাবে নাকো।
কত আর সিঁড়ি হবে
এবার জেগে উঠো,
নিজের বুঝ বুঝো তবে
চেয়ার তে তাদের হটো।
মাঝি বলো আর কৃষক বলো
কেউই আপন নয়,
চেয়ারে বসার পরে বুঝবে
সবই ছিলো অভিনয়।
তাই আসো সবাই মিলে
দীপ্ত কণ্ঠে শপথ করি ভাই,
‘তোমাদের চেয়ারে তোমরা উঠো
আমরা এতে আর নাই।’