. কবিতা আর লিখবো কি-
কবিতা হয়েছে বাষি,
বাংলাদেশে কবিতার চেয়ে-
কবির সংক্ষায় বেশি।
সত্য কথা না লিখলে পাঠক নহে খুশি,
লিখি যদি সত্য কাব্য-
সমাজে হয় দোষি।
বলতে গিয়ে সত্যের কথা-
রাসুলুল্লাহ (সঃ) খেয়েছেন ঘুসি।
সত্য পথে চলার জন্য-
খুদিরামের হয়েছে ফাঁসি।
সত্যে আর নেই গর্জন-আছে হাল্কা কাঁশি,
সত্য এখন অপ্রচলন-তাই ক্ষতিগ্রস্ত চাষি।
গিয়েছ কোথায় নজরুল তুমি-
রয়েছ কোথায় বসি?
আবারও এসে শোনাও তোমার-
বিদ্রোহী সুরের বাসি।
কোথায় গিয়েছ মুজিব তুমি?
মোরা আছি রেসকোর্সে বসি,
আবারও শোনাও গর্জন তোমার-
এই বাংলায় আসি।
কেউ আছো কি এনে দেবে হায়-
শের-এ-বাংলার হাঁসি,
সেই হাঁসিতে হাসবে আবার-সারা বাংলার চাষি।
সত্য এখন অপ্রচলন-ক্ষতিগ্রস্ত নগর বাসি,
সত্যে আর নেই গর্জন-আছে হাল্কা কাঁশি।