পিতা মাতা জন্ম দাতা,
দিয়াছে শুধু জন্ম।
শিক্ষাগুরু শিক্ষা দাতা,
শিখাইয়াছে কর্ম ধর্ম।
জন্ম দিয়া পিতা মাতা,
করিয়াছে শুধু আদর।
আদর করিয়া গড়িয়াছিল,
জগন্য পশু বাদর।
শিক্ষাগুরু দিয়াছে শিক্ষা,
পশু হইতে করিয়া রক্ষা।
সারা অঙ্গে পড়িয়া দিয়াছে,
নৈতিক শিক্ষার চাদর।
ছাত্র ছাত্রী বন্ধুগন,
মনে রাখিবে সারা জীবন।
শিক্ষা যাহা দিয়াছে গুরুজন,
এইতো সেইদিন শিখাইয়াছিল-
"শিক্ষায় যন্ত্র" ছড়া;
লেখা পড়া ছাড়া,
এই বিশ্বে যারা,
চোখ থাকিতেই অন্ধ হইয়াছে তারা।
ডিজিটাল এখন এই বিশ্ব,
নেইতো কোনো মন্ত্র তন্ত্র।
কিসের এমন করো বড়ায়,
শিক্ষা ছাড়া এই ধরায়,
নেইতো কোনো বাছাই ছাড়াই।
ডিজিটাল বিশ্বের মন্ত্র,
শিক্ষায় এখন যন্ত্র।
শিক্ষায় হও শিক্ষিত,
জীবন গড় উন্নত!