মাগো-মা,
তোমার সেই ছেলেরা কোথায়?
যাঁদের জন্য ফিরে পেলাম
তোমার এই ভাষা।
সেই ভাষায় পাখি গাই গান,
পাগল করে পাখির সেই গানে।
বলোনা মা বলো,
তাঁরা আজ কোথায়?

ফেব্রুয়ারী এলেই আমার-
মন কেঁপে উঠে,
মনে হয় এলো বুঝি
সেই আন্দোলন;
"রাষ্ট্র ভাষা বাংলা চাই,
মায়ের ভাষা বাংলা চাই!"

সেই ভাষায় বলি আমি
আমার মনের কথা।
বলোগো মা বলো
তাঁরা আজ কোথায়?
রফিক,শফিক,সালাম,বরকত-
তাঁদেরই হবে জয়!