দশ মাস আর দশ দিন
   যাহাকে দিয়াছি কষ্ট যন্তনা।
  পৃথিবীর এত কষ্ট এত যন্তনা-
       যে করিয়াছে হজম,
         তাহার নাম মা।
    মিষ্টি মধুর একটি নাম মা!
     মা নামে ডাকি যাহাকে
        সারা জনম ভর,
     এত ডাকি তবো যেন
          ভরেনা অন্তর।
      যিনি সকল কষ্ট বেদনা-
   মৃত্যু যতনা করিয়াছে পোষন,
   যিনি আমাকে পাইবার আশায়
পৃথিবীর সকল সুখ করিয়াছে বর্জন।
   যিনি আমাকে পাইবার আশায়-
     মৃত্যর সাথে যুদ্ধ করিয়াছে,
        করিয়াছে কত গর্জন!
     মরনের মুখো-মুখি হইয়াও
      আমাকে করিয়াছে লালন,
তিনি মা। মা এত ভূমিকম্প আর ঘূর্ণিঝর
      গ্রহন করিয়াও আমাকে বলিত;
    "খোকা আয় আমার বুকে আয়!"