হে...পাপি মানব-
হে...বেনামাজি,
এই দুনিয়ার মোহে পড়িয়া,
গিয়াছে তুমি সব ভুলিয়া।
এই দুনিয়া কিছু নয়-
শুধু মায়ার মেলা,
চিনো আগে নিজেকে,
ছাড়া রঙের খেলা।
কে তুমি ভাই?
তুমি কে?
প্রশ্ন করো নিজেরে,
পাইবে তুমি উত্তরে;
তুমি একটি সাদা ডিম!
ডিমের যেমন কুসুম নিয়ে,
ফেলিয়া দেয় সেই খোসা।
তেমনি তোমার কুসুম নিয়িলে,
পরিয়া রহিবে খোসা।
যেতে হবে ভাই ধরণী ছেড়ে-
যে যাই করো পেশা।
থাকতে সময় ছেড়ে দাও তাই-
এই ধরণীর নেশা।