তোমাকে দেখিয়া-
চমকে উঠে এই হিয়া।
ভাবে আমার এই মন,
কাদিয়া বলে সারাক্ষন;
তুমি যেন কত.....আপন!
জানি না কেন হয়িয়াছি এমন?
বুঝিয়াছি আমি এইতো এখন,
এরই নাম হয় ভালো বাসা।
ভালো বাসা ---ভালো বাসা,
যেন মায়ার রশিতে বাধিয়াছি বাসা।
সেই বাসায় তোমায় লইয়া,
কাটাইবো আমি সারা জনম!
আগুনে পুড়াইলে মোম,
যায়বে তা গলিয়া।
মরন হয়িলেও হক,
যেওনা আমায় ভূলিয়া।
তুমি যদি যাও ভূলিয়া,
খাইবো বিষ-
যাইবো আমি মরিয়া,
দেখাইবো পৃথিবীকে;
এরই নাম ভালো বাসা।