ভালো বাসা ভালোনা-এ কথাটি বলোনা,
ভালোবাসা ভালো ঠিকই-কিছু নারী করে ছলোনা।
মধুর কথায় মন কেড়ে নেয়-দুষ্ট কিছু ললোনা,
দুষ্ট নারীর মিষ্টি কথায়-তোমরা কেহই ভুলোনা,
অবশেষে হবে এমন-পাবেনা দুখে’র সীমানা।
ভালোবাসা হয়না এখন-সর্বনাশের যামানা,
দুষ্ট নারী এড়িয়ে চল-এটাই করি কামনা।
কারে কি বলবো আমি-আমিই বুঝি ভালোনা,
ভালো হলে এভাবে আজ-একা কাঁদতে হতোনা।
প্রিয়জন কয় আমার সাথে-করেছে নাকি ছলনা,
আমি নাকি কেউ নয় তার-শুধু ছিলাম খেলনা।
কষ্ঠে থাকলে বন্ধু বান্ধব-তারাও কথা কয়না,
আমি যেন পথের পাগল-কেউযে পাশে রইনা,
কি এমন দোষ করেছি? সেটাইতো কেউ কয়না!