জীবনের গতিহারা পথ শৈশব ছিলো উড়ন্ত পাখির মতো।
লেখা পড়ায় ভারি বিষণ্ণ মন ফাঁকিবাজি ছিলো যত!
আনমনে পড়তে বসা ভুলতে পারিনি আজও সে কথা!
পড়ার টেবিলে ঝিমিয়ে ঝিমিয়ে মাথা হিলাথাম সেথা!
সেদিন সন্ধায় পড়ার ঘরে! পড়তে বসিলাম ভাই বোন সকলে মিলে,
খানিকটা সময় হলো গত, মনেহয় কত রজনী নিদ্রা যাইনি মনের-মতো।
দু'চুখ ভরে মোর ঝিমুনি আসিল ত্যড়ে ,
সে আর নতুন কিছু নয় প্রতিদিন-ই চেপে বশত মোর ঘাড়ে!
স্যার কঞ্চী হাতে আকস্মিক দিলেন কানে বাড়ি ত্যড়ে !
চমকে উঠে দেই ধ্যান বই-এর তরে, সুজা হয়ে বসলাম হাত পা ছেড়ে!
স্যার বড্ড রেগে কহিলেন বাহিরে এসো, বেঞ্চের
বাহিরে!
ভয়ে থরথর কাঁপছে পা দু'খানি ভাবি নিস্তার আজ নাহি'রে!
ভয়ে সে'দীন করিলাম পলায়ন, বুঝতে পারিনি
তাই আজ ঘুমের বদলে কাঁদে দু'নয়ন।।