নির্মল নিষ্পাপ তার কণ্ঠের ধ্বনি
দিন নয় রাত নয় সর্বদা শুনি,
যাদুমাখা হাসি দেখেছি দৃষ্টি ভরে
গুনগান নহে খুঁজেছি তোমায়
আপনার তরে ,
ওগো চক্ষু শিথিল করা ঐ
মুখমণ্ডল যেন চাঁদের আভরণ,
ধন্য ধন্য গাহি তার গুনের বিবরণ,
মেটেনি তৃষা একি নেশা
বিজলি চমকায় চোখের পলক,
নয়নের কি দোষ হৃদয়ে করেছো বসত
নির্মল হাসি দিয়ে যাও
হৃদয়ের চোখে দেখি,
আর হৃদয়ে ভালবাসার
বীজ বোনি।।