ঘন মেঘে ঢাকা আকাশ বৃষ্টি ঝরে নীরবে,
সীমাহীন ব্যাকুলতা ধরনীর প্রান্তে।
অতি আগ্রহে থাকে শুষ্ক মিতৃকা বৃষ্টির ধ্যানে!
কার সখাঁর পরান পুড়ে কোন'সে দহনে কে জানে!
বিজলি সে কি শুধু ওগো আকাশে চমকায়,
মনের বিজলি কি শুধু দৃষ্টি অগোচরে রয়ে যায়!
দিনের উজ্জীবিত প্রহর আর জীবনের উজ্জ্বলতা যৌবন,
মনের খুরাক শুধুই একটা মন!!!
ছোট্ট এই জীবনে মন ভাঙ্গার কেন বিশাল
এত আয়োজন।
ভালবাসা তুমি ধন্য! নিশীথের কাব্য রচনা করো তুমি কারো-ই জন্য!
ভালবাসা তুমি মহান নিজের অজান্তে
করো অশ্রু বিলীন সেই মহা আত্মার জন্য।
7-2-2019,,,1:45 am,