আমি দেখেছি বৈশাখী ঝড়ে ক্ষত'বিক্ষত গাছ' গাছের পাতা লতা !
আমি শুনেছি আকাশের গর্জন আর বৃষ্টি ঝরা শব্দে করুণ নিরবতা।
আমি দেখেছি কাঁদা মাটির মেলা!
সেথায় হাঁসেরা করে পানি নিয়ে খেলা।
কিন্তু দেখিনি বৈশাখ বছরে বার'মাস,
দেখেছি বছরে একমাস।
জীবনের সংকট সময়,বর্ষা থাকেনা সবসময়!
নিজেকে হারিয়ে খোঁজ উজ্জ্বল লোকালয়।
আকাশ কাঁদিলে বৃষ্টি হয়, তবুও সে থামে যায়, থামতে হয়!
আবারও আলো ছড়ায়! ভাঙ্গা ডালে পাতা ফুলে ভরে যায়।
আঁধার ঘন বেলা নিজেকে যদিও লাগে একেলা তবু দুঃখকে করো জয়!
জীবনের দুঃখ দুর্দশা সংকট সময়, তা কখনো স্থায়ী নয়।
আমি দেখেছি পৌষে স্থির শুকনো নদী রোদনে লোটে!
ভাটার স্পর্শে শ্রাবণে, হেসে খেলে নদী সাগর পানে ছোটে।
সব ক্ষ ত্ব হয় পূরণ সব ঝড় থামে,
মনের অগোচরে সুধু স্মৃতি রয় জমে,,!!