স্বদেশ আমার জন্মভূমি, তুমি চুম্বক মাতা! তোমার কূলে রাখিতে মাথা, বুকে জমে আছে অজস্র ব্যাথা!
মা'গো তোর আঁচলে বেড়েউঠা পাগল ছেলে,
প্রবাস নামের বন্দিশালায় আজ দিন কাটায় দুঃখে দুঃখে, মুখে হাসি বুকে শত কষ্ট লয়ে।
জীবিকার তাগিদে স্বপ্ন সাজাতে মা'গো হয়ে দেশান্তর!
যত'না যাতনা লয়ে চলে, তবুও মায়ের টানে কাঁদে প্রবাসির অন্তর।
ধুলি মাখা পথ সবুজ চাদরে ঘেরা শ্যামল বরণ,
টিনের চালে নিঝুম বৃষ্টি কত আনন্দ ক্ষণ!
কোয়াশায় ঘন সবুজে ঝরে মুক্ত রাশি-রাশি, দেখিনি কতদিন দীপ্ত নয়নে, তাই আঁখি-জলে ভাসি!
মা'গো তোর স্নিগ্ধ পরশ পেতে প্রবাসির ব্যাকুল মন কাঁদে ছল-ছল!
তোমার-ই কূলে ছোটে যেতে সদা অবিচল।
ধুলি-মাখা পথ মুক্ত জীবন ছাড়িলাম ঘর ছাড়িয়া স্বজন,
বড় হব অনেক এই ছিলো পণ!
বাবার ভিটে দিলাম নিলামে তুলিয়া,
ললাটে নিলাম প্রবাসি নাম লিখিয়া।
শিতীল করো বিশ্ব নিখিল, তুমি বিশ্ববিধাতা,
তপ্ত হলো দেহ মম কর্ম জীবন সবি-ই হতাশা!!!