যৌবনেতে ঘুরিয়ে বেড়াই মৌচাকের নেশায়,
বার্ধক্যে এসে করি সংগ্রাম পর-কালের আশায়।
অঙ্গ হলো ভঙ্গ ভঙ্গ চোখে নেই জ্যোতি
মুখে তখন মরণ-বুলি সাধু সাধু ভাবি।
সুদের টাকা, ঘুষের টাকা, সিন্দুক ভর্তি সুনা!
হাট-বাজারে নগদ টাকায় মাছ কিনতে মানা,
সিগারেটের পেকেট নিতাম এদিক সেদিক যতো,
বৈধ-অবৈধ বিচার করতাম জ্বিন তাড়ানোর মতো।
সালাম দিলে মাথা হিলাই ভাবের ছিলনা শেষ!
না দিলেও ব্যয়াদব বলতাম, ঝাট্কী দিতাম বেশ,
এখন'তো আর পা চলেনা মাতব্বরি শেষ!
বিছানায় পড়ে এখন আল্লা-আল্লাহ কি করিলাম ক্যাশ।
সময় শেষে ভাবছি এখন আসল অংকে কাঁচা,
ভুলে ভুলে জীবন গেলো পাপে দেখি ঠাসা।
সুদের টাকা ঘুষের টাকা দিয়ে দিব সব-ই!
তবু পার করবা কি! হে মাঝি???