বিদায়'' বোন"
শামীম আহমদী।
কেমন করে বিদায় দেব তোরে, আমার ছোট্ট মনি বোনটি।
দুষ্টুমি, আর জেদ, আবদারে, কে পাগল করবে মনটি!
আঙ্গিনায় তোর স্মৃতি গুলি বারবার হুঁচট খাবে,
জন্ম ভিটে ছেড়ে আজ তুই অচিন দেশে যাবে।
কতো সাধে আহ্লাদে বেড়ে উঠা আমার ছোট্ট বোনটি
স্বামীর ঘরে যাবে চলে, কাদে পাহাড় ফাটা মনটি!
কেমন করে সইব বল এমন পাথর চাপা কষ্ট
ঘরটি আমার হবে শূন্য, নীরব রবে আঙ্গিনা, পুকুর ঘাট,
বোনটি আমার পরের ঘরে থাকবে কেমন করে
দুষ্টুমি কি আর করতে পারবে নিজের মতন করে?
এতো আদরে বেড়ে উটা আমার ছোট্ট বোনটি
সকাল সাজে ঘুম ভাঙ্গাতে কে দিবে ভাইয়া বলে
ডাক'টি!
এমন পুতুল বিদায় দিয়ে সাহস পাই'না থাকার
মনে আমার কম্পন জাগে, তবু নাই'কো অধিকার রাখার।
নিয়তির এমন ধরণ, কেউ কি আর যেতে করবে বারন,
বুকের ব্যথা কারে বলি, ঘর'টি যখন হবে খালি
বলবো লক্ষী বোনটি আয়'না ফিরে আয়,
স্মৃতি গুলি রবে পড়ে!
নিয়তির এমন ধরণ।
ছিন্ন করে মায়ার বাঁধন
যাবে ছোট্ট মনি চলে।
ভাবতে আমার অবাক লাগে বড় হলো কবে!
সুখে থেকো ভালো থেকো বোনটি আমার অনেক দোয়া করি,
ভাইয়ার চোখে অশ্রু নদী, তবু বুকটি পাষাণ করে,
স্বামীর হাতে দিলাম সপে যেন অনেক আদর করে
আমার সোনার পরী বোনটি'রে।।
23-07-2020