আমি উদিত হয়েছি যবে শত চেষ্টায় পারিনি কালো মেঘের আঁধারকে আড়াল করিতে ভবে!
আমি বায়ু! বহিয়া বেড়াই দিগন্তে, বেড়াই মরুর প্রান্তে,
বলে কেউ শীতল, বলে মরুর নিঃশ্বাস।

বিনয় আর্তনাদ তোর বুঝিবে কে?
সাগরের ঢেউয়ে লোকে উল্লাস খোঁজে।
খাঁচায় বন্দি পাখি বনের পথ খোঁজে,
কি জ্বালায় জ্বলে পারওয়ানা, শাম্মা কি তা বুঝে?

আমি বহিতে চাই মানব হৃদয় স্পন্দনে,
বলে ত্রাস বলে কেউ মরুর নিঃশ্বাস।
আমি উদিত হয়েছি যবে শত চেষ্টায় পারিনি কালো মেঘের আঁধারকে আড়াল করিতে ভবে।।

নীরব নির্জনে পথ-চারি যদি পথ ভুলে যায়
নিজে-ই  দহিয়া সে নিজেকে শুধায়!
বিনয় আর্তনাদ তোর লোকে বুঝিবে তবে
সুখের অভিনয় তুই ছাড়িবে যবে।।