বাপের কথা জপ মুখে
কটুক্তি করিও না ভুলে
করিলে, রাখবো পুরে জেলে।

নবীর নামে কটুবাক্য
তাহার নিকট ক্ষমার যোগ্য
বাপের তাচ্ছিল্য ছাড়তে নেই এক চুল ও।

নবীর থেকে তোর বাপকে করে বড়ো
মোনাফেক তুই, মুসলিম সেজে থাকো।
তোর পরিচয় খোলামেলা হলো।

চেয়ারের লোভে চুপ থেকে
আখিরাত টার কথা গেলি ভুলে
বড় বিপদ মোদের,  তোর কারনে।