আমাকে ফিয়ে দাও
আমার তেজস্ক্রিয় সেই স্বাধীনতা
যে স্বাধীনতার বানী শুনেছি আমি
দেশ জন্মের সময়।

আমাকে ফিরিয়ে দাও
স্বাধীনতাকে ঘিরে স্বপ্ন দেখানো স্বপ্ন
যে স্বপ্ন আমার মা আমাকে
ঘুমের ঘরে শুনিয়েছিলো।

আমাকে ফিরিয়ে দাও
স্বাধীন দেশ পাবার আসায়
একের পর এক পাক কেম্পে ধর্ষন হওয়া
বোনের মুক্ত আকাশে ঘুড়ি উড়ানো দিন।

আমাকে ফিরিয়ে দাও
পাখির মতো মৃত্যুকে আলিঙ্গন করা
শত শত ভাইয়ের রক্ত ঝড়া
বহুমাত্রীক নদীর স্রোত।

আমাকে ফিরিয়ে দাও
আমার স্বাধীন দেশে
অন্যায় এর প্রতিবাদে মুখোর হওয়া
স্কুল কলেজ আর বিশ্ববিদযালয় প্রঙ্গন।

আমাকে ফিরিয়ে দাও
বিধবাকে মেনে নিয়ে
সন্তানদের নিয়ে সুখে বাঁচার জন্য
এক নির্ভরযোগ্য বাসস্থান।

আমার ফিরিয়ে দাও
মিথ্যা আর ছলোনাহীন সভা সমিতির মাঠ
যে মাঠে মানুষের কথা বলা হয়
মানুষের আকাঙ্খার কথা বলা হয়।

আমাকে ফিরিয়ে দাও
সেই স্বাধীনতা,
যে স্বাধীনতা বচন আর শ্রবনে নয়
বাস্তবতার প্রতিফলনে গড়া।

আমাকে ফিরিয়ে দাও
সেই স্বাধীনতা,
যে স্বাধীনতা মাকে
উলঙ্গ করে না, সম্মান দেই।

আমাকে ফিরিয়ে দাও
সেই স্বাধীনতা
যেখানে পাখির মতো গুলি করে
কোন মানুষ মরা হয় না।

আমাকে ফিরিয়ে দাও
সেই স্বাধীনতা
যেখানে গরীব মেধাবী রুহুল
চাকরী না পেয়ে বেকার হয় না।

আমাকে ফিরিয়ে দাও
সেই স্বাধীনতা
যেখানে ন্যায় আর নিতিকে সম্মান করা হয়
ন্যায় নিতিকে বিষর্জন দেই না।

আমাকে ফিরিয়ে দাও
সেই স্বাধীনতা
যেখানে বন্দুকের নল থাকে
অপরাধীর দিকে, প্রতিবাদীর দিকে নয়।

আমাকে ফিরিয়ে দাও
সেই স্বাধীনতা
যা জাগতে শিখায়
দোমকে না।

আর যদি সেই স্বাধীনতা
না দিতে পারো তবে
স্বাধীনতাকে লালন করতে
আর বলোনা।

এ যদি না দাও
তবে কিসের জন্য স্বাধীনতা

আমি সেই আগের মতো
পরাধীনতার গ্লানি নিয়েই বাঁচতে চাই;
পরাধীনতার গ্লানি নিয়েই বাঁচতে চাই।।