শেষ পাখিটা, আছিস কোথায়?
খবর নিবি আয়।
চাতক পাখির মত তাকিয়ে থাকি
এই বিশাল আকাশের দিকে,
আকাশের কত রং
এখানে নীল ওখানে সাদা, কালো আবার কমলা-বেগুনী;
দেখতে অবশ্য ভালোই লাগে,
সময়ও কেটে যাই বেশ।
দেখতে দেখতেই চোখের সামনের সব কিছু,
কেমন জানি ঝাপসা হয়ে যায়।
তখন মনে হয় এ আকাশ হয়তো আর দেখা হবেনা
দেখা হবেনা সুদূরের ধূধূ মাঠ, ধান খেত, আল পথ,
এ ভেবে আমার খুব কষ্ট হয়,জানো;
কিন্তু; এর চেয়েও বেশি কষ্ট হয়
তোমাকে না দেখতে পাবার আকুলতায়।
তবে তুমি বেশ ভালোই আছো শংক্খো শালিকের দলে;
সারা আকাশ এখন তোমার
মন চাইলে যেখানে খুশি সেখানে যাচ্ছো
কেও তোমাকে দেখছে না
বাঁধাও নেই কোন।
তুমি এমন জীবন সব সময় প্রত্যাশা করতে
মুক্ত পাখির সাথে নিজেকে মিলাতে,
দেখো, এখন তুমি সত্যি মুক্ত পাখি।
আচ্ছা তুমি কি নদীর পারের,
ঐ কাশবনটিতে আসো?
কাশবনটি তোমার খুব প্রিয় ছিলো,
মন খারাপ হলেই একা একা চলে যেতে।
আমি যদি কখনো তোমার পিছু নিতাম
তুমি আমাকে তাড়িয়ে দিতে,
মন ভালো হলেই আমাকে ডাকতে পাঠাতে।
এখন আর কেও ডাকতে পাঠাই না;
তবুও আমি রোজ যায়।
কাশবন এখন আমার সবচেয়ে কাছের বন্ধু,
আমি রোজ কত কথা বলি সুখের কথা দুঃখের কথা,
মাঝে মাঝে তোমার কাছে যাবার ইচ্ছের কথা।
এখন আর এই পৃথিবী ভালো লাগে না আমায়
এখন আর এই পৃথিবী ভালো লাগে না আমায়।।