একদিন পথের কোন এক সীমানায়_
থমকে যাবো,
আলপনায় আঁকা ছবি হয়ে হয়তো ভেসে বেড়াবো
তোমাদেরি আঙ্গিনায় বারংবার।
সেই একি আকাশ আবার দেখবো,
নতুন নিশানার অস্তিত্বে।
হয়তো সেই আকাশেই পাখি হয়ে উড়বো!
মুক্তির ডানা হয়ে।
কলমের খোঁচায় হয়তো আর লেখা হবে না
শেষ না করা রচনা,
তবে সেই কাগজেই খুজে যাবো
নবীন কান্ডারীর হাত।
হয়তো পাবে কাজের ভীরে মোরে,
নতুবা কোন বদ্ধ কুঁড়েঘরে।

দেখা হবে আবার কোন এক
ফাল্গুনের শেষ নিমন্ত্রনে।