রাত জাগা তাঁরা হয়ে
আছি তোমার পাশে,
শীতের চাঁদর দাওনা মুরে
আমার উষ্ণ প্রাণে ।
বলবো কথা চাঁদের সাথে
ঝিঝি পোকার সাঝে ,
তারি আলোয় ভাসবে মনে
সেই মিষ্টি মেয়ে ।
মন নদেতে পুষবো আমি
আমার পোষা পাখি ,
ইচ্ছে হলেই দিবো উড়ে
হৃদ পিঞ্জর ছাড়ি ।
মন ভাসিয়ে উড়বো আমি
তোমার আকাশ জুড়ে ,
মন খারাপেই মুখ লুকিয়ে
আকাশ কালো মেঘে ।
চোরাবালি আর চাঁদের আলো
সাগর পানি ছুঁয়ে ,
সারাটা রাত কাটবে মোদের
প্রথম মিলন স্থলে ।।