তুমি মোর প্রাণ হে ভ্রমর
আসো মোর দ্বারে, সাঝ প্রিয়াসের রাতে,
তোমার ঐ নামটি আমি লিখিয়ে নিয়েছি
বক্ষ কুরআনের পাতায় রে ভ্রমর
যাহা বাধিয়া রাখিছি মোর প্রাণের মাসজিদে।
আমি যদি নইবা রহি
থাকিবে তোমার নাম রে ভ্রমর
আমার এই প্রাণের মাসজিদে রে ।
তোমার ঐ চাহনি খানি হবে আমার
তৃষ্ণারও জ্বল যাহা মেটাবে মোর তৃসা।
ঐ যে তোমার আলতা রাঙ্গা পদো ধূলি
হবে পুজারও প্রসাদ,
সেই পুজারি ভূবণ দেবতা হবো আমি
তোমার পুজার পুষ্প পেয়ে,
ধন্য হবে জনমও আমার
হে পুজার প্রসাদিনী মোর প্রাণের ভ্রমর।।