আজ অনুভূতি গুলো কেন জানি
নীল মোহনার বুকে মেঘ জমিয়ে আসে।
বসন্ত জানিয়েও আর সুবাস দেয়না প্রাণে ।।
বসন্ত তার সমস্ত শোভা ঢেকে দিয়েছে
আমার মন পৃথিবী থেকে।

মাঝে মাঝে কিছু দরদ অভিপ্রায়ে
ভাসে আমার চোখের, কষ্ট প্রাণ।

কষ্ট আমার পালিয়েছিলো সেই দিন,
যেদিন তোমার হাত থেকে ভেঙ্গেছিল  মাটির চায়ের কাপ।
সেদিন থেকে ভেবেছি
কষ্ট আমার জীবনের একটি অংশ।
এর পর থেকে কষ্টকে স্থির করে কিছু আর ভাবিনি,
বলিও নি কোন কিছু ।।

আমি জানি,
কষ্ট আমার জীবনে অনাকাংক্ষিত একটি অংশ ।।  
আজ কষ্ট গুলো পালালেও
পালাতে পারেনি আমার ইচ্ছে গুলো ।।

জানো, আজও আমি স্বপ্ন দেখি ,
কোন এক প্রিয়তমার সাথে বসে
বাগান বিলাসী হাসনা হেনার সুভাস তলে  মাটির কাপে চা খাওয়া।।
আজও স্বপ্ন দেখি ,
সাদা শাড়ি পরে, বসন্ত চুল ছেড়ে
কপালে লাল টিপ পরে আসবে তুমি
আমার বাগান বিলাসীর ছোট্ট কুড়ে ঘরে।।
তোমার হাতে হাত রেখে হাটবো
কোন এক নীল জলধারা নদীর বুকে।

আচ্ছা , আগের তুমি আর এখনকার তুমির মাঝে এতো ব্যাবধান কেন?
আগের তুমিকে স্পর্শ করতে পেতাম, দেখতেও পেতাম
মাঝে মাঝে আড় চোখে তাকিয়ে দুটো উপমা লাগাতে পেতাম,
তোমার সৌন্দর্য্যে ।

কিন্তু এখনকার তুমিকে আর দেখতে পাইনা, স্পর্শও করতে পারিনা।।
কিন্তু প্রতিনিয়ত  দেখি তোমার ছবি।।
এখনকার তুমির সাথে মিল নেই খুব একটা।
তবে তোমার আড় চোখে তাকানোর ভঙ্গিমা, ঠোটের সুন্দর দৃষ্টতা
বারে বারে কাছে ডাকে আমায়।

স্বপ্ন দেখি,  পড়ন্ত বিকেলে
কোন হিমেল হাওয়ায় দু-জনে
নির্জনে মাটির কাপে চা খাওয়া।।
পাঞ্জাবি আর শাড়ির মিল-বন্ধনে হারিয়ে যাওয়া,
কোন এক নির্জন পথের মাঝে।।

এমনি সব প্রত্যাশায় কাটে  
বিকেল থেকে সন্ধ্যা।

তবে ভুলিনি আমি, আমার সেই তুমিকে;
তুমি আছো, তুমি থাকবে; কিন্তু  
শূর্ণ্যস্থানে বসবে শুধু নতুন তুমি।।