যখন আমি জন্ম নিলাম
বাংলা মায়ের কোলে ৷
তবে থেকে বাজছে আমার
বাংলা বুলি কানে ৷
মুখের কথা ফোটে নাই
কানজে আমার তাজা ৷
ঐ কানেতেই আসছে ভেসে
বাংলা মায়ের ভাষা ৷
মায়ের ভাষা গভীর ভাষা
নাড়ির সাথে বাঁধা ৷
একটু খানি না শুনিলেই
প্রাণটা তৃপ্তি হারা ৷
এমন ভাষা কোথায় আছে
দেখনা খুঁজে তোরা ৷
বাংলা ছাড়া হয় কি আর
মনের কথা বলা ৷
যেই ভাষাতে শহীদ হলো
রফিক , শফিক কত !
ভালোবেসে দিলো ঢেলে
রক্ত শত শত ৷
রক্ত দিয়ে কেনা ভাষা
আমার মায়ের বাংলা ভাষা ৷
তাইতো আমার জুড়ায় প্রাণ
বাংলা শুনে কোয়ে ৷