রাত্রির জোনাকিতে
মিটি মিট চারিপাশ ,
ডেকে যেনও বলছে
হারানোর ইতিহাস।
দূর আর দূরে নয়
বিশাল এই আকাশে,
পাখিরাও উড়ে চলে
বাঁচার সেই সংগ্রামে ।
তবু আমি ক্লান্ত
পথিকেরি বেশে ,
দাড়িয়ে দেখি সব
উড়ন্ত পাখিকে ।
জ্যোৎস্নার আলোতে
রাঙানো রাত্রি ,
তবু কেনও নিশ্চুপ
আমার এই আমি ।
তুমি নেই হাহাকার
হৃদয়ের মুঞ্জুরি ,
কেঁদে কেঁদে বলে যাই
কবে পাবো মুক্তি ।
জেলের এই স্যালেতে
আলো আর আসেনা ,
আঁধার রাত্রি
তাই আর কাটেনা ।
যদি পাও চিঠি মোর
উড়ে যাওয়া খামেতে ,
একবার পড়ে তুমি
ছিঁড়ে ফেলো চিঠিকে ।
ওয়াদার খেলাফতে
আজ গাঁ ভাসিয়ে ,
ভুলে যেতে বলছি
জেলে থাকা কয়েদিকে ।
এই চিঠি পড়ে তুমি
আর জল ফুরিওনা ,
পারলে ক্ষমা করো
আপরাধি আমাকে ।।
----------------------------