নিতান্ত এক সরল বালক আমি
ছুঁয়ে দিয়ে বললে আমায়
'যাও'।

হাতে দাওনি বৈঠা তুমি কোনও
তাকিয়ে দেখি মাঝ দরিয়ায়
নাও।

দিক পাইনা আছে শুধু দিশা
হয়নি উচিত তোমার সাথে মিশা
সাগর বলল- 'আ‌‌‌‌‌‌সো আমার বুকে'
সরল অামি ঝাঁপিয়ে পড়ি সুখে।

হাসছো তুমি ভাবছো আমি গত
তবু তোমায় দেইনি কোন শাপ
ভালো থেকো এই জীবনে তুমি
মৃত্যু আমায় ডেকে নিয়ে যাক।