পাওনি আমায়, পাইনি তোমায়
দু'টি জীবন বয়ে গেল ভিন্ন ধারায়,
হচ্ছে কথা শুক্লা রাতে তারায় তারায়
কষ্টগুলো উঠোন জুড়ে বৃষ্টি নামায়।
তুমি আমি একই গাছে ভিন্ন শাখে
ফিরতে দেখি শেকলে পা বাঁধা আছে,
সত্যি এই, যায়নি মোছা হৃদয় থেকে তোমার ছবি
স্মৃতির খাতা হাতড়ে অামি হয়ে গেলাম এক যে কবি।