একদিন কোন এক অবসরে
চিন্তা মগ্নে নিজেকে হারিয়ে
শত শত দৃষ্টি এড়িয়ে
সত্বা তার চলে যায় অনেক দূরে।

শুভ্র ফুলের শুভ্র বাহার- চোখ জুড়ে যায় তার,
শুভ্রতা ঘেরা বিশাল জগতে
মৌনতা ভরা বিপুল আশাতে
হাসি আর ভালবাসার বিরাট আয়োজনে
রঙ্গিন প্রজাপতির চলন্ত আসনে
হৃদয় বীণে বাজে যেন সুখের নূপুর।

ভরা দুপুর- আমেজ তার কত যে মধুর,
দৃষ্টি ঠেকা সূর্য-কিরণে
ভাসমান আলোক সম্ভারে
দুগ্ধবর্ণিল আকাশ তলে
তুষার শুদ্ধ আলোক নলে
পূর্বাপর সুখ-দুখের নেই যে কছুর।

গোধুলী বেলাতে, আলো-আঁধারীর ধ্যানেতে
পাখিদের নিক্কন ঝংকারে
আহ্লাদের শূন্য হুংকারে
কোলাহল-মৌনতায়
বিপুল বিচিত্রায়
শ্বেত আনন্দের ঢেউ জাগে মনেতে।

নিকষ অন্ধকারে ফুটে উঠে আঁধারী শুভ্রতা
প্রাণ প্রাচুর্যে ভরা সত্বা তার
কালিমা-গ্লানি মুছে আবার
ফিরে আনন্দ-বেদনা ভূমিতে,
উচ্ছ্বাসের ঢেউ খেলে মায়াবী নিশিতে
তনুমনে তার জেগে উঠে আবার পবিত্রতা।