ওরা চুল কেটে নরকে সুন্দর করে তোলে
জংলিভাব দূর করে ফেলে
ভদ্রতার এক প্রলেপ লাগিয়ে দেয়
মনে হয় সভ্য এক ভদ্র মানুষ।
মানুষের ভীরে হারিয়ে য়ায়
নতুন এই মানুষেরা।
প্রতিদিন কত মানুষ এমন
প্রলেপ এঁটে রাজপথে নেমে পড়ে
শত মানুষের মঝে
ওরাও মিশে যায়।
ওরা নরসুন্দর
নরকে সুন্দর করে তোলে।
নরকে সুন্দর করা অত সহজ নয়-
তবুও ওরা নিখুঁত নিপুণ হাতে
প্রতিদিন শত মানুষের মুখে
ভদ্র মানুষের প্রলেপ এঁটে দেয়
দ্বিধাহীন নিশ্চিন্ত মনে।
আমিও একদিন শিশুটিকে নিয়ে গেলাম
এক নরসুন্দরের আখড়ায়।
দুগ্ধপোষ্য এ কচি শিশুটিকে
কিভাবে নর করা যায় ভাবছিলাম,
আর শিশুটির মা
কিছু নির্দেশিকা দিয়ে
তর তর করে চলে গেলো
আমার সামনে দিয়ে।