আমি চাই না যেতে ঐ নিরালায়
ঐ ছায়াঘেরা বনমায়ায়,
কনকচাঁপা-শেফালি-বেলির শুভালয়ে
বন মল্লিকা-হাস্নাহেনার আলোক অভিসারে
ঐ থৈ থৈ ঝিলিমিলি জলোচ্ছ্বলে
আম-জামরুল-হিজলগাছের ছায়াতলে
ইমলিগাছের ঝির ঝিরে ঐ বায়ুতলে
চাই না যেতে আমি।
আমি চাই না যেতে ঐ নিরালয়
যেখানে তপোবন মনবন পেরিয়ে যায়
যেখানে আঁধার আঁধার নিয়ে আসে
আলো আলো নিয়ে যায়
যেখানে হৃদ্যোত্তাপ শীতল হয়ে যায়
হাসি আর কান্না ফুরিয়ে যায়।
আমি সেই কোলাহলে ফিরে যেতে চাই
যেখানে কিচির মিচির শব্দের ঝংকারে
দিবা-নিশির সূচনা হয়
কলকল ধ্বনির জলস্রোতে ঘুম ভেঙে যায়
যেখানে দেও-দৈত্য, যন্ত্র-দানব হাওয়ায় মিলিয়ে যায়
হ্রস্ব ধ্বনির অশ্ব আওয়াজ সব তাড়িয়ে নিযে যায়।
আমি যেতে চাই সেই কোলাহলে
যেখানে শিশু আর পাখিরা গান গায় এক সাথে
যেখানে মায়ের হাস্যধ্বনিতে সব ভয়-ভীতি-ব্যথা পালিয়ে যায়
ঝুনঝুনি বাজিয়ে বৃষ্টি যেখানে উল্লাস করে
যেখানে মৌমাছি আর ফুলসখিরা
বন-কাননে, ফুল বাগিচায়
উড়ে উড়ে ঘুরে ঘুরে
কণ্ঠ মেলায় হাওয়ার সাথে।
আমি চাই, কেবল চাই- একটু জায়গা
যেখানে আঁধার আঁধার নিয়ে যায়
আলো আলো দিয়ে যায়
যেখানে সূর্য বৃষ্টি ঝরিয়ে সিক্ত করে
যেখানে ভয়-লজ্জা শূণ্য চন্দ্র হাসির
ঝিলিক দেখা যায়।
আমি যেতে চাই, নিতে চাই আমারে
সেই সব গোধুলিঘেরা মনরাজ্যে।