আজ-কাল মানুষকে চেনা যায় না,
মানুষের মন পড়া যায় না
মনের গহীনে পৌঁছা যায় না।
ভাসা ভাসা কথা
ছাড়া ছাড়া ভাব
চিনেও না চেনার ভান
ভেতরে নেই কোন টান।
ছুটছে সবাই নিজের কাজে
কথা বলবে লাগলে কাজে
নেই স্বার্থ, নেই অর্থ
খামাখা সময় নষ্ট।
অন্যের জন্য কোন কাজ
বোকারাই করে আজ।
কোটারি স্বার্থে ঘুরছে মানুষ
সৃষ্টির সেরা নয়, রঙিন ফানুস।