যে কোন সাহিত্যের সমালোচনা সাহিত্যের মানকে বৃদ্ধি করে। লেখকের জ্ঞানকে সমৃদ্ধ করে। লেখক এতে দিন দিন শুদ্ধ হয়ে ওঠে। একজন শুদ্ধ লেখক তৈরিতে সাহিত্য সমালোচনার গুরুত্ব অপরিসীম।
কোথায় কিভাবে সাহিত্য সমালোচনা করা যাবে?
পত্র-পত্রিকার সাহিত্য পাতা এর একটি মাধ্যম হতে পারে। তবে তা গুটি কয়জনের করা সম্ভব এবং তাও আবার ক্ষুদ্র পরিসরে।
সাহিত্য আসর সবচেয়ে সুন্দর মাধ্যম। এখানে হাতে নাতে শেখানো যায়। ছোট-বড় ভুল ধরিয়ে শুদ্ধ করে দেয়া যায়। একজন লেখককে সাহিত্য আসর পরিপূর্ণ সাহিত্যিকে পরিণত করতে পারে। এক সময় সাহিত্য আসর সে ভূমিকা রাখতো। এখন সাহিত্য আসর নেই বললেই চলে।
ব্লগও এক ধরনের সাহিত্য আসরের মত। কিন্তু দু:খ লাগে ব্লগে সেভাবে কেউ সিরিয়াসলি সমালোচনা করে না, নির্দিষ্ট করে ভুল বা ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে না। সাধারণভাবে কিছু কমন কথা বলে একান্ত দায়সারা গোছের মন্তব্য দেয়। ব্লগাররা যদি আরো যত্নবান হতেন তাহলে আগের চেয়ে অনেক বড় বড় কবি সাহিত্যিক জন্ম নিতো।