সারা পাড়া তোলপাড় করে
যে করে চেঁচামেচি
হয়ত কোন মাছ রাঙা
ভাবি তারে মিছেমিছি
যারে খুঁজেছি চারিদিকে
ভাবি দিবা নিশি
আজ দেখি চেয়ে , সেতো
আমারই প্রতিবেশী
স্বর্ণাভ মখমলের রাজকীয় পোশাক
মাথায় লাল তাজ
গাছে গাছে কুড়াল চালানো
বুঝি তার কাজ
সোনালি পিঠ কাঠঠোকরা
চিনি তারে আগে
মাঝে দূরত্ব ছিল বলে
অচেনা আজ লাগে
আমায় দেখে শরমে তার
ধীরলয়ে চলে পা
যতক্ষণ থাকি আসে পাশে
করেনা কোন রা
আড়াআড়ি উড়ে যায়
ডাকি উচ্চ স্বরে
কেউ যেন না চিনে
তাই চুপ ঘরে
আড়ালে চেয়ে থাকি, তার
যাওয়া-আসা
ঝোপের মাজখানে লুকানো
তার বাসা
এখন সে বুঝে গেছে
আমি নই উৎপীড়ক
অপলক চেয়ে থাকি, আমি
প্রকৃতির আসক
>>>>>>>>>>>>>>>>>
ঢাকা
১৮ আষাঢ় ১৪২৭ বাংলা
২ জুলাই ২০২০ সাল