ভবেতে আসিয়া তিনি
ভাবনায় মজিলেন
চারি ধারে ভক্তকুলে
মাতিয়া রহিলেন
ক্ষনে ক্ষনে ভাঙ্গে ধ্যান
ভক্তের উপদ্রপে
সেবায় যদি ত্রুটি হয়
তিনি যান ক্ষেপে
চেঁচিয়ে ভাপান্ত তুলি
কি যে সব বলে
তার কিছুই বুঝিনা বাবা
আমরা ভক্ত কূলে
মুছিয়া চরন তার
দেই সুকনো কাঁথা
সুর ধরে সুনাই তারে
গান, গল্প গাঁথা
বুঝায়ে বলি তারে
দুর্বোধ্য তার সে ভাষা
বাবা- মায়ে বলে যা
বুঝে নে সে ভাষা
২৩/০৮/২০১৮
চট্টগ্রাম