আমি আছি দুরন্ত এক বাসে
সেই কবে থেকে ছুটছে সে পিছে পিছে
পোড়া মূখী , চেয়ে আছে
অপলক নয়নে
ভাসা ভাসা কৌতুহল
ছাপ আঁকা বদনে
এক বুক একাকিত্তের কষ্ট
লুকিয়ে রেখেছে হাঁসির আড়ালে
মেঘ দেয়নি আজ ঘোমটা টেনে  
হাঁসির দূতি তাই আকাশে ছড়ালে
দ্বারে দাড়িয়ে রেখে তোরে  
একলা ঢুকেছি ঘড়ে
কলঙ্কিনী, জানিনা কি করে
ঘড়ে তুলি তোরে
জানালায় উঁকি দিয়ে
কেটেছে তোর কত যে যামিনী
না জানি অলখে ঝরে গেছে
কত অশ্রুর কেতকী কামিনী
দেখিস
সব ছেরে আমি তোর লাগি
হব একদিন বিভাগী
এমনি কোন এক পূর্ণিমার রাতে
যেদিন তুই ই থাকবি শুধু সাথে

০৪/১১/২০১৪ নোয়াখালী ঢাকা মহাসড়ক