হাসিখুশি তখনও ছিলাম
এখনো তেমনই আছি
দিনে দিনে চিনেছি শুধু
কারা দুধের মাছি
সুখের দিনে পাশে বসে
খেয়েছে দুধ ভাত
সুযোগ পেলে ধুয়ে দেয়
আমার জাত পাত
তারাই বানায় মুখে মুখে
খারাপ জনে ভালো
এদিক সেদিক হলে ফাঁদে
স্বরযন্ত্রের জাল ও
ভালো তুমি যতই হও
লাগবে সুনজর
নইলে পড়ে পচিয়ে দিতে
লাগে না দুই প্রহর
ভুবন মাঝে কেউ কি আছে
তাদের চেয়ে ভালো
সুন্দরেও কম যান না
রঙ হলেও কালো
সারাটা ক্ষন বর্ণনা দেয়
নানান পদের গুণের
রূপে গুনে যত বিশেষণ
তার এবং তাদের
নিজেই নিজের তারিফ করে
এমনই স্বভাব যাদের
আঙুল দিয়ে দেখিয়ে দিলেও
বোধ জাগে না তাদের
কষ্ট গুলো চাপিয়ে দেয়া
আমার সৃষ্ট নয়
ছিলনা জানা বাঁচার উপায়
জয় বা পরাজয়
অনেক কিছু হারালে ও
চিনেছি দুধের মাছি
এ যন্ত্রণায় পিষেই গেলাম
বলছি সুখে আছি