এল যে রোগ এক , নাম করোনা
এযে দেখি নচ্ছার, কাউকেই ছাড়ে না !

ছোট থেকে বড় কিবা ডাক্তার - কবিরাজ
সাধু - সন্ন্যাসী কিবা  রাজা থেকে মহারাজ  
মুসলিম-ঈসায়ী হিন্দু কিবা শিখ
করোনার কাছে তারা আজ কিছু শিখে নিক
আসা-যাওয়া পথ এক, ভিনদেশী ভিন মত
স্রষ্টা সে একজন ই, তবু দেখি শত পথ

এল যে রোগ এক , নাম করোনা
চীন থেকে শুরু হল, শেষ কোথা জানিনা

পথে ঘাঁটে পরে মরে, সৃষ্টির সেরা জীব
কেউ কেউ বেঁচে যাবে, ভাল যার নসিব
অনেকেই বদ্‌লাবে, ধ্যান জ্ঞান স্বভাবে
কম্বকত থেকে যাবে, আগে ছিল যেভাবে

এল যে রোগ এক , নাম করোনা
কেউ তারে চিনলেও, সবে চিনল না

বুঝাইল মর্ত্যে এসে, হাশরের আলামত
আপনও আপন নয়, খোঁজে নিজ পথ
মা বাবা ছাড়ে শিশু, শিশু ছাড়ে মা'রে
এরচেয়ে দুনিয়াতে আপন ভাবি কারে?

এল যে রোগ এক , নাম করোনা
মানবতা থাকলে পরও হয় আপনা

মধুময় বন্ধন ! সেও নয় সাথী
চেনা নাই জানা নাই, তারাই সারথি
পাশে থেকে কেউ আজ দেয় না ভরসা
অচেনারা দেয় আজ সেবা শুশ্রূষা

এল যে রোগ এক , নাম করোনা
বাঘা সব জ্ঞানী গুণী দিশা খুঁজে পেল না

আর কি হে দেখা বাকি ? আর কি হে চেনা ?
আজব খেল দেখাইল অণু জীব করোনা !
বিবেক জাগাইল, চিনাইল সবে  পর
সময় আছেরে মন, সোজা পথ ধর

22/04/20
at 2:00-5:00 am