ঋতুচক্র ক্ষণে ক্ষণে রূপ বদলায়
বসন্ত আসে, কোকিল ডেকে ফিরে যায়
বৈশাখী কৃষ্ণচূড়া সহর্ষে পসরা সাজায়
হেলে দুলে নেচে যায় আমার জানালায়
আমি দেখি সে অধরার চোখে
উচ্ছল যৌবনের, আনন্দের অথৈ সুধা
সবুজ মঞ্জরীর বুখে টকটকে লাল হাসি
সুপ্ত মধুপের অন্তরে জাগাইল ক্ষুধা
উদাসী জানালায় বিভোর নয়ন, স্বপ্ন চয়নে
তোমারে করেছি মানসী কবিতার চয়নে
১০/০৫/২০১৮
মোহাম্মদপুর ঢাকা