বারান্দাতে বাগান বিলাস
ফুটে থাকে সারা বেলা
টুনটুনি আর মৌটুসীরা
নেচে নেচে করে খেলা
বিকেল বেলায় ক্লান্ত মুনিয়া
অবকাশে, একান্তে থাকে বসে
কানে কানে কত সে কানাকানি !
গভীর প্রেমে তারা স্বপ্ন যায় বুনি
বুকে কত আশা নিয়া
পাশাপাশি থাকে বসে
দূরদূরান্ত থেকে খড়কুটো আনি
মিলেমিশে তারা বুনে বাসা খানি
হাঁড়িচাচা, ডাকাত পাখি মাঝে মাঝে দেয় হানা
টুনটুনিদের লুকানো বাসায় খোঁজে শুধু ডিম্ আর ছানা
চড়ুই পাখি নিরীহ নাকি ? ওরাও দেখি কম যায় না
একটা পাখির চেঁচানি শুনি তারে কভু দেখা যায় না
বুলবুলি আর দোয়েল পাখি
সবার আগে খোলে আঁখি
আমি যখন ঘুমিয়ে থাকি
তারাই আমায় দেয় ডাকি
দাগিগলা কাঠকুড়ালি
পোকা খোঁজে, বাকল তুলি
কাকের কথা কি আর বলি
কোন কিছু যায়না ভুলি
ঘিন্ঘিনে এই ঘিঞ্জি গলি
এক গাছেই এত পাখির মেলা
দেখে দেখে জুড়ায় প্রাণ
নিশ্চিন্তে কাটে বেলা
১৪ আষাঢ় ১৪২৭ বাংলা
১৮ জুন ২০২০ সাল