কখনো কখনো ভালবাসার রঙ ফিকে হয়ে যায়।
সহসাই তা বোঝা যায়।
কখনো এই ফিকে রঙে  হয়তো নতুন করে,
রঙের আবরণ দেওয়া হয়,
সম্পর্কটা টিকে যাবে এই আশায়।
কিন্তু, ভালবাসার রঙ টা ফিকে হয়ে গেলে,
রঙ টা ধীরে ধীরে চটে যায়।
তখন মরিচাধরা সম্পর্ক টা,
সহজেই দেখা যায়।
ভাল ভাল যুক্তি দ্বারা,কদাচিৎ তাকে ঢাকা যায়।
কখনো বা মরিচার মাত্রা এতো বেশী  হয়যে,
সম্পর্কে অগণিত ফূটো দেখা যায়।
যেখান থেকে অনেক নির্মম সত্য,
বেরিয়ে আসে অবলিলায়।
সম্পর্ককে আর টেকানো যায়না,
কোন রকম মায়ায়।
কি বিচিত্র ভালবাসা!
কত সহজেই সব অতীত হয়ে যায়।
ভালবাসার রঙ বড়ই আলতো,
তাই একে যত্ন করতে হয়।
কে জানে, কোন অবহেলায়,
ভালবাসার রঙ টা যদি সত্যি ফিকে হয়ে যায়।