তোমাকে আগের মতো ভাবিনা নীলাঞ্জনা।
ভাবিনা কথাটার মাঝে,
একটা স্মার্ট- মিথ্যা জড়িয়ে আছে ;
যা আমি কখনো বলতে পারিনা।
সত্যি বলতে কি, সময় এখন আমাকে,
তোমাকে আগের মতো ভাবতে দেয়না।
মাঝে মাঝে ভাবি-
ভালোই হলো,চুকে গেলো ল্যাঠা!
যাকে চিতার আগুনে ভস্ম করে,
ভাসিয়ে দিয়েছি ক্ষরস্রোতা নদীর জলে,
অযথা আর কতকাল?
মন থেকেও সে যাক চলে!
কিন্তু, অদ্ভুত ব্যাপারটি হলো,
জীবন যন্ত্রনায় ক্লান্ত,ক্ষান্ত-
এই মানুষটি যখন,
রাস্তার পাশে চায়ের চায়ের দোকানে বসে,
চায়ের কাপে মুখ লাগাই,
তখন তোমার কথা বেশ মনে পড়ে।
মনে পড়ে আরো অনেক কিছু............!
চোখজোড়া বন্ধ হয়ে আসে আপনা-আপনিই।
বাস্তবে ফিরে, হাতে ধরা জ্বলন্ত সিগারেটে টান দিতেই আবার অনুভব করি,
আমার কাঁধে -
অদৃশ্য এক ভালবাসাময় হাত,
কানে কানে কারো কথাঃ
ছিঃ!তোমাকে না বলেছি, আমার দিব্বি,
আর সিগারেট ছোঁবেনা!
জ্বলন্ত সিগারেট টি তৎক্ষনাৎ মাটিতে ফেলে দিয়ে-
তাকিয়ে তাকিয়ে তার ভস্ম হয়ে যাওয়া দেখি।
ঠিক তোমাকে চিতায় তুলে,যেভাবে দেখেছিলাম-
কিভাবে ভালবাসা ভস্মীভূত হয়ে যায়!