আবারো শ্রাবণ আসবে।
হয়তো থেকে থেকেই অঝোরে বৃষ্টিও নামবে।
মেঘের আকস্মিক গর্জনে -
তুমি কারো বুকে নিজের মুখটা লুকোতেও চাইবে।
তখনই তোমায় পড়বে মনেঃ
তখনও শ্রাবণ ছিল,
আকাশে মেঘদের ভীড় ছিল, বৃষ্টির আগমন
তখন যেন এক উৎসব ছিল।
অসময়ে,অকারণে বৃষ্টিতে ভিজে আসা কারো অভ্যেস ছিল।
"জ্বর আসুক তখন বুঝবে মজা" - কথাটায়
তোমার ভালবাসায় মাখা ছিল।
কেউ মৃদু হেসে বলতোঃ
"সে হবে এখন,
জলদি তোয়ালাটা দাও,
কাক ভেজা হয়ে গেলাম যে"
কথা গুলো তোমার কানে ভাসবে।
শ্রাবণ ধারা দেখার জন্য তুমি
আবারো হয়তো-
জানালার শিক ধরে দাঁড়িয়ে থাকবে।
পেছন থেকে এসে কেউ তোমাকে চমকে দিতো,
তুমি ভীত হয়ে কত কি বলে বকুনি দিতে,
সবই তখন তোমার স্মৃতি তে ভাসবে।
আবারও হয়তো শ্রাবণ আসবে,
প্রকৃতিও নিজের মতো সাজবে।
কিন্তু, তুমি যার অপেক্ষায় থাকবে-
সে আর কখনো আসবেনা,
....ভিজবে না,
তোমার বকুনিতে হাসবে না,
"তুমি রাগলে তোমায় অনেক সুন্দর লাগে"-
এই কথাটি আর কেউ বলবে না
তোমার অজান্তেই হয়তো
গড়িয়ে পড়বে তোমারও শ্রাবণ ধারা-
দেখার হয়তো কেউ থাকবে না।